নাটকীয়ভাবে গাড়ি ছিনতাই করা বুয়েটের সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার

অপরাধ ও আদালত
0

লেটস প্লে-ভিডিও গেমের সূচনা ঘোষণার মতো নাটকীয়ভাবে গাড়ি ছিনতাই করেছেন বুয়েটের সাবেক এক শিক্ষার্থী। ১৬ দিন পর তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযোগ ছিল আগেও, গাড়ি ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন এই ব্যক্তি। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সকালে এক ব্রিফিংয়ে ডিএমপির রমনা জোনের ডিসি জানান, ঈদকে সামনে রেখে চুরি-ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

গত ৮ মার্চ হুইল ডিলস নামের একটি প্রতিষ্ঠানে গাড়ি কেনার কথা বলে একজন ক্রেতা যোগাযোগ করেন। চাহিদা অনুযায়ী, পরীক্ষামূলক ড্রাইভিংয়ের জন্য একজন প্রতিনিধিসহ গাড়িটি নিয়ে বের হয় ক্রেতা বুয়েটের সাবেক শিক্ষার্থী আহসান হাবীব মাসুম।

গাড়ি নিয়ে যখন শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ঠিক তখনই মাসুম বিক্রয় প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে। এরপরই গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক মাশরুর নাঈরকে খুদে বার্তা পাঠায় ‘লেটস প্লে’। সাথে এও বলে, সাত দিনের মধ্যে গাড়ি ফেরত দিবে এবং সতর্ক করে পুলিশ ও সামাজিক মাধ্যমে প্রকাশ না করতে।

পরবর্তীতে মামলা করার পর গতকাল (সোমবার, ২৪ মার্চ) মাসুমকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এসময় পুলিশের ওপরও গুলির অভিযোগ করেন রমনা জোনের ডিসি। বলেন, আগেও গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে মাসুম।

রমনা জোনের ডিসি বলেন, ‘সে বুয়েটের শিক্ষার্থী। সেক্ষেত্রে তার সামনে অবারিত পথ ছিল অর্থ উপার্জনের। কিন্তু তার কাছে এটা মনে হয় একটা নেশার মত। এই গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, সে কারো কাছে সহজে বিক্রিও করতে পারে না। তাই সে একসময় এই গাড়ির মালিকগুলোর সাথেই একসময় যোগাযোগ করে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিতে বলে, অনেকটা মুক্তিপণের মতো।এটাতেও সে ২০ লাখ টাকা চেয়েছিল। এর আগেও একজনের থেকে ৬ লাখ টাকা নিয়েছিল।’

এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, বাসাবাড়ি ও মার্কেটের নিরাপত্তা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি।

রমনা জোনের ডিসি আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের দিক থেকে ব্যাপক ডিপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। দৃশ্যমান চেকপোস্ট এবং টহল রয়েছে। প্রত্যেকটা থানায় কিছু মোটরসাইকেল দেয়া আছে। এগুলো ব্যবহার করেও আমাদের পুলিশ সদস্যদের কেউ না কেউ টহলের কাজ করছে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছি।’

ঢাকার প্রবেশ ও বাহির মুখে যেন নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে সে ব্যাপারেও সতর্কতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএইচ