সকালে অভিযান শুরুর পর নিউ সুপার মার্কেটের সিঁড়িতে থাকা ১৩টি দোকানের প্রতিটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সেইসঙ্গে যারা জরিমানার অর্থ দেয়নি তাদের জিনিসপত্র জব্দ করার কথা বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও রয়েছে।
অভিযানে অনিয়ম পাওয়া গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, 'এই মার্কেটের মূল সিঁড়ির দুইপাশে দোকান করাতে জায়গাটা ব্লক হয়ে যায়। যদি কোন ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে প্রবেশ করতে পারে; সেজন্য আমরা এ সিঁড়িগুলো পরিষ্কার করে রাখছি।'
দোকান মালিক সমিতি বলছে, সরকারি সংস্থাগুলোর সঙ্গে কথা বলে তারা একটা সিদ্ধান্তে আসবে। দোকানগুলো যেন না বসে সে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে নিউ মার্কেটে অগ্নি দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ব্যবসায়ীরা এ সিঁড়িগুলো থেকে দোকান সরিয়ে নেয়ার কথা জানায়। সেসময় সেগুলো সরিয়ে নেওয়া হলেও পরে আবারও বসানো হয়।