মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই অভিযান পরিচালনা করছে রাজউক। ভবনে রেস্টুরেন্ট করার অনুমতি না থাকায় নবাবী ভোজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি পিঠা ঘর, বুমার্স ক্যাফেসহ বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা ব্যবস্থা নিচ্ছি। রেস্টুরেন্টগুলোর ফায়ার লাইসেন্স ও কমার্শিয়াল অনুমোদন আছে কিনা দেখা হচ্ছে।
এর আগে সোমবার (৪ মার্চ) সকালে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মিত গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালানো হয়। এছাড়া একই এলাকার কেয়ারি ক্রিসেন্ট প্লাজাও সিলগালা করে দেয়া হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। এদিন বিকালে ওয়ারীর বেশ কয়েকটি রেস্তোরাঁতে অভিযান চালায় রাজউক।
এদিকে রাজধানীতে পর্যায়ক্রমে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত সব রেস্টুরেন্টে অভিযান চালানোর কথা জানিয়েছে রাজউক।
উল্লেখ্য, বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করছে।