দেশে এখন

২৪ ঘণ্টায়ও নেভেনি চট্টগ্রামের আগুন

প্রায় ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামের এস আলম গ্রুপের চিনি কারখানার আগুন পুরোপুরি নেভেনি। এখনও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চিনি কারখানায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাথে যোগ দেয় বিমান ও নৌবাহিনী। আগুন নেভাতে যোগ দেয় কারাখানার কর্মী ও স্থানীয়রা। এসময় একজন আহত হন।

রমজানের আগে বাজারজাত করার জন্য পুড়ে যাওয়া গুদামে প্রায় ১ লাখ টন অপরিশোধিত চিনি রাখা ছিল বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, 'এই গোডাউনে যেসব দাহ্য বস্তু আছে তা আমাদের কেমিক্যাল দিয়ে নেভানো যাবে না। বরং কেমিক্যাল আরও জ্বলবে। সেজন্য আমরা পানি দিয়ে আগুন নির্বাপণ করবো। এটাই সবচেয়ে ভালো মাধ্যম।'

এস আলমের এ কারখানা দেশে মোট চাহিদার ১০ শতাংশ পূরণ করে। ২০০৪ সালে স্থাপিত এ কারখানা থেকে প্রতিদিন বাজারজাত হয় ২ হাজার ৮শ' টন চিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর