দেশে এখন
0

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে সাত সদস্য

বর্তমান মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদানের কথা রয়েছে।

মন্ত্রিসভার নতুন সাতজন প্রতিমন্ত্রী হলেন: নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার শুক্রবারের কর্মসূচিতে গতকাল জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে সরকারপ্রধান শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। যেখানে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। যদিও গতবারের তুলনায় এ মন্ত্রিসভা আকারে তুলনামূলকভাবে ছোট।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর