আমেরিকান গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসের নির্দেশক ছাপ হচ্ছে প্রতি চার বছর পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হবার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট, গত নভেম্বরের নির্বাচনে জয়ী হবার পর এবার দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
জো বাইডেন ছাড়াও এতে শপথ অনুষ্ঠানে যোগ ছিলেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা।
ইতালির প্রধানমন্ত্রী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছাড়াও অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি।
ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে কনসার্ট ও র্যালি।
২ লাখ ২০ হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নিতে টিকেট কাটেব। সময় গড়ানোর সঙ্গে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন লক্ষাধিক মানুষ।