নগরীর বাকলিয়া এক্সেস রোডে নির্মাণাধীন একটি ভবনে তৈরি হচ্ছিল তাজা কোল্ড স্টোরেজ। ভেতরে রাখা নির্মাণের নানা যন্ত্রপাতির সঙ্গে ছিল ফোম ও ককশিট। শুক্রবার সকাল ১০টায় হঠাৎই আগুন লাগে ভবনটিতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। দাহ্য পদার্থের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ছুটির দিন হওয়ায় ভেতরে কোন শ্রমিক ছিল না, ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'আনুমানিক সকাল ১০টার দিকে আগুন লাগে। আমরা খবর শুনে এসে দেখি আগুন জ্বলছে।'
প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় কর্মীদের।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, 'এটা নির্মাণাধীন ভবন। আমরা ভেতরে কাউকে দেখতে পাইনি। তবে আমাদের লোকজন কাজ করছে ভেতরে ঢুকে। কোল্ড স্টোরেজ হওয়ায় চারপাশ দিয়ে এটা আবদ্ধ। এ কারণে নিয়ন্ত্রণে আনতে বেশি বেগ পেতে হয়।'
ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল মালেক বলেন, 'আমাদের খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হয়েছে। কোনো লোক ভেতরে নাই, যে কারণে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।'
তবে আগুনে ভবনের ভেতরে থাকা কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে ধারণা করছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ।
তাজা কোল্ড স্টোরেজের অ্যাসিস্টেন্ট ম্যানেজার আশিষ কুমার নাথ বলেন, 'এটা নির্মাণাধীন একটা কোল্ড স্টোরেজ। ওপরতলায় আসলে সেন্ট্রাল শীতাতপ নিয়ন্ত্রণের কাজ চলছিল। কিন্তু আজকে কাজ বন্ধ ছিল, তারপরও দুর্ভাগ্যবশত কী কারণে আগুন লাগল তা আমাদের জানা নেই।'
তদন্তের পরই আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।