দেশে এখন
0

রাঙামাটির কাপ্তাইয়ে বাস উল্টে ১৩ পর্যটক আহত

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে ১৩ পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের নেয়া হয়েছে। বিকল্প সড়ক না থাকায় এ সময় সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। এতে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকায় স্টিল ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সহায়তায় দুপুর ২টায় সড়ক থেকে বাসটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে যায়। এতে ১৩ পর্যটক আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন।

এদিকে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো.আমীর হোসেন মোল্লা ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।