দেশে এখন
0

দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে: প্রধানমন্ত্রী

‘বিদেশে বসে বাংলাদেশের নামে অপপ্রচার হচ্ছে'

দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃত করা আর জাতির পিতার অবদান অস্বীকার করা একশ্রেণির মানুষের মজ্জাগত সমস্যা। এসব মানুষ বিদেশে বসে বাংলাদেশের নামে অপপ্রচার করছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভোট চুরির অপরাধে যাদের ক্ষমতা থেকে নামতে হয়েছিলো তারাই গণতন্ত্রের কথা বলছে।

শেখ হাসিনা বলেন, ‘ভোট চুরি করে খালেদা জিয়া তার ক্ষমতা হারিয়েছিল জনগণের আন্দোলনের মুখে। তারা আমাদেরকে নির্বাচন করতে দেবে না কিন্তু আমরা করেছি। ১৯৭৫ সালের পর যদি কোন সুষ্ঠু নির্বাচন হয় তবে সেটা ৭ জানুয়ারি ২০২৪ সালের নির্বাচন। হাজার চেষ্টা করেও জনগণকে ঠেকাতে পারেনি। তারা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে। কিছু বামপন্থী নেতা আছেন; তারাও নাকি আন্দোলন করে সরকার হটিয়ে দিবে।’