দুপুরের পর থেকে উন্মুক্ত বিনোদনের জায়গায় ভিড় বাড়ে নগরবাসীর। শেষ বিকেলে উপস্থিতি আরও বাড়ে। সরকারি ছুটি থাকায় স্বস্তিতে ছিলেন চাকরিজীবীরাও। তাতে পরিবার নিয়ে মুক্ত বাতাসের খোঁজে বের হয়েছেন অনেকে।
চাকরিজীবী দম্পতি সিদ্ধার্থ-ঝুমা সন্তান নিয়ে ঘুরতে এসেছেন। বাবা মায়ের সাথে বের হতে পেরে খুশি শিশুরাও। তারা বলেন, 'আজ অফিস নেই বলে ঘুরতে বের হয়েছি। বাচ্চারা আনন্দ করছে এটা দেখে খুব ভালো লাগছে।'
পরিবার-প্রিয়জন ছাড়াও বন্ধুরা দলবেঁধে ঘুরতে বেরিয়েছেন।
সন্ধ্যা নামতেই হাতিরঝিলের পাড়ে মেলা বসে। শিশুদের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থান পেয়েছে অস্থায়ী দোকানগুলোতে।
খাবারের টং দোকানগুলোতেও এদিন ভোজনবিলাসীদের উপস্থিতি বেড়েছে। বিশেষ দিনে বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বলেন, 'আজকে বেচাকেনা ভালো হইছে। লোকজন অনেক বেশি ছিল অন্য দিনের চেয়ে। খাবারের দাম কম তাই সকলেই আসে।'
উন্মুক্ত জায়গা ছাড়াও দিন-রাতে লোক সমাগম ছিলো শপিংমল ও রেস্তোরাঁগুলোতে।