বৃহস্পতিবার সকাল ৮টায় ইনানী জেটি ঘাট থেকে মিয়ানমারের সেনাদের জাহাজে তোলা হবে। তাদের ফিরিয়ে নেয়ার জন্য যে জাহাজ আসার কথা তা আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতের মধ্যে বাংলাদেশের জলসীমান্তে প্রবেশ করবে বলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন।
যেসব সেনাদের ফেরত পাঠানো হবে তাদের দু'টি স্কুলে রাখা হয়েছে। এর মধ্যে একটি ঘুমধুম স্কুল, যা ইনানী থেকে কাছে ও আরেকটি নীলা স্কুল, যা ইনানী জেটি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। সকাল ৮টায় তাদের জাহাজে উঠানোর কথা আছে, সেজন্য তাদের সে সময়ের আগে যাচাই-বাছাই করে ইনানীতে নিয়ে আসা হবে।
এই দু'টি স্কুলে কঠোর নিরাপত্তার মধ্যে সেনাদের রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মিয়ানমার থেকে কী ধরনের জাহাজ আসবে, কিভাবে আসবে সে বিষয়গুলো নিয়ে এতোদিন ধোঁয়াশা থাকায় কূটনীতিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
এছাড়া কক্সবাজারের ইনানী জেটি ঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে।