ধর্ম
দেশে এখন
0

ইজতেমার দ্বিতীয় পর্ব: আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনা

গাজীপুর

সড়ক-রেল-মেট্রোতে ফিরেন মুসল্লিরা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ সময় মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন লাখ লাখ মুসল্লি। আর দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ আলেম মাওলানা সা'দ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সা'দ কান্ধলভী। রোববার (১১ ফেব্রুয়ারি) ১১টার পর এই মোনাজাত শুরু হয়।

মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো ইজতেমা ময়দানসহ পুরো এলাকা। আল্লাহর কাছে হাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।

এদিকে ফজর শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। সবাই দেশি-বিদেশি আলেমদের বয়ানে মগ্ন ।

মুসল্লিরা বলেন, ‘আল্লাহকে খুশি করার জন্যই আমরা এখানে আসছি। আর আমাদের নবীজীর সুন্নাহ মেনে চলার মধ্যেই সব কল্যাণ রয়েছে।’

মোনাজাত শেষে সড়ক, রেল ও মেট্রোতে ঘরে ফিরেন মুসল্লিরা। অনেক মুসল্লি পায়ে হেঁটে গন্তব্যে যান।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মাওলানা সা’দ কান্ধলভীর ছোট ছেলে ইলিয়াস বিন সাদ’র আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বের ইজতেমায় কয়েক লাখ মুসল্লি অংশ নেন, এর মধ্যে বিদেশি অতিথি ৯ হাজারের বেশি ছিলেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর