তথ্য-প্রযুক্তি
দেশে এখন
0

দেশের শিশু-কিশোররা বানাচ্ছে রোবট-রকেট

শিশু-কিশোররা তৈরি করছে মার্স রোভার, রোবট, রকেটসহ মহাকাশে ভেসে বেড়ানোর নানা ডিভাইস। চট্টগ্রামে আয়োজিত অ্যাস্ট্রোনাট ক্যাম্পে এই সুযোগ পায় তারা।

ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী আরকেডিয়াস মার্টিন। ছোটবেলা থেকেই তার মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ। সে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত অ্যাস্ট্রোনাট ক্যাম্পে অংশ নিয়েছে। চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির অডিটোরিয়াম এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে রকেট তৈরির নানা সরঞ্জাম দেখার সুযোগও মিলছে। জানা যাচ্ছে, কীভাবে রকেট তৈরি করতে হয়?

আরকেডিয়াস বলেন, ‘রকেট কিভাবে বানায় তা জেনেছি। এর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে।’

ক্যাম্পে এনে সন্তানদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানাতে পেরে অভিভাবকরাও খুশি।

শূন্য রকেট উড়াচ্ছে শিশু-কিশোররা

অভিভাবকরা বলেন, ‘শিক্ষাঙ্গনে এমন কোন আলোচনা নেই যা থেকে বাচ্চারা শিখতে পারবে। প্রযুক্তিগত যে লক্ষ্য নিয়ে তারা যাচ্ছে, তা তাদের জন্য যথেষ্ট পরিমাণে সহায়ক হবে।'

দিনব্যাপী শিশুরা এই আয়োজনে অ্যাপোলো মিশন, মার্স রোভার, রকেটের মডেল তৈরি করে। ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর অ্যাস্ট্রনাট ট্রেইনিং ছিলো। এছাড়া নভোচারীদের পোশাক পরে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি শিশুরা।

মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার পাশাপাশি শিশু-কিশোরদের একাডেমিক পড়াশোনায় এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। তিনি বলেন, ‘এটির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হবে। এটাকে কাজে লাগিয়ে বিজ্ঞান সংক্রান্ত কার্যক্রমকে তারা এগিয়ে নেবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং স্পেস ইনোভেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ৪ থেকে ১৬ বছরের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এভিএস