বাজার
দেশে এখন
0

‘চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান’

খুচরা ও মিলগেটের পার্থক্য কমানোর নির্দেশ

চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরে অংশীজনদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী খুচরা পর্যায়ের সাথে মিলগেটের দামের তারতম্য কমাতে বিভিন্ন বিভাগকে নির্দেশ দেন।

এসময় তিনি দাবি করেন, দামের যে ঊর্ধ্বগতি ছিলো তা অনেকটা কমে এসেছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘কর্পোরেট, মিল মালিক, পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। খুচরা বাজারে ভোক্তা অধিকার দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি খাদ্য বিভাগের কর্মকর্তা ও প্রশাসন মনিটরিং করবে। কারণ, মিলগেটের সাথে বাজারের পার্থক্য দেখা দরকার। দাম ঊর্ধ্বগতি থেকে তো এখন অনেকটা কমিয়ে আনা হয়েছে। আশা করি, দাম নিয়ন্ত্রণে চলে আসবে।’