আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা মিলে চাল ও তেলের দামের ঊর্ধ্বগতি। আতপ চাল মানভেদে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৮৪ টাকা। বাসমতি ৯৬ টাকা। কাটারি নাজির ৮৪ টাকা।
সেইসাথে চিনিগুড়া ১২৬ থেকে ২৮ টাকা। মিনিকেট মানভেদে ৭২ ৮০ টাকা। শীতের অন্যতম উপলক্ষ আতপ চালের সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে খেজুরের গুড়ের। মানভেদে বিক্রি হচ্ছে ১৮০-২৩০ টাকার বেশি।
খেজুরের পাট্টা গুড় ৩০০, আখের বাটালী গুড় ১৪০ এবং আখের ঝোলা বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। তবে, বাজারে শীতের সবজি পর্যাপ্ত থাকায় হাতের নাগালেই মিলছে সবকিছু।