দেশে এখন
0

‘জয়েন্ট ভেঞ্চারে সৌদিতে ইউরিয়া সার কারখানা হবে’

বাংলাদেশ ও সৌদি সরকার জয়েন্ট ভেঞ্চারে সৌদি আরবে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করবে। আগামী মার্চ মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আইএমসিটিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এছাড়া পায়রাতে নতুন একটি বিশেষ অর্থনৈতিক জোন করার প্রতি আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।’

সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের চাল গবেষণা ইনস্টিটিউট যৌথ উদ্যোগে বাংলাদেশে বাসমতি চাল উৎপাদনে একসাথে কাজ করবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে বাংলাদেশে ব্রিডিং স্পেস ফর টেরোরিজম হতে পারে। তাই ইসলামিক ৩২ দেশের ডিফেন্স সম্মেলনে এই সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।’