দেশে এখন
0

সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেয়া সীমান্তরক্ষীদের মিয়ানমার ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ব্রাসেলস সফর ও সাম্প্রতিক বিষয় নিয়ে আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, 'কাল মিয়ানমারের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র ডেপুটি মিনিস্টারের কথা হয়েছে। তারা বর্ডার গার্ডের সদস্যদের ফিরিয়ে নিবে। তবে কোন প্রক্রিয়ায় ফেরত যাবে সেটা নিয়ে কথা হচ্ছে। দু'পক্ষই কাজ করছি।'

সীমান্ত রক্ষিত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখনো আসার সম্ভাবনা আছে। সব খবর আমরা রাখছি। তারা যেহেতু পালিয়ে এসেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি। জাতিসংঘ বা কাউকে ইনভলব করিনি। আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছি।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জো বাইডেনের পাঠানো চিঠির বিষয়ে হাছান মাহমুদ বলেন, জো বাইডেনের চিঠিকে আমরা অভিনন্দন জানাই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। এই চিঠির পরে সব প্রশ্নের সমাধান মিলবে। নির্বাচন নিয়ে কোন অস্বস্তি আর কিছু নেই।'

ব্রাসেলস সফর বিষয়ে মন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত সফল। ১০ জন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিকসহ মোট ১২ টি মিটিং করেছি। ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে পার্টনারশিপ বাড়াতে আগ্রহ দেখিয়েছে।

মন্ত্রী আরও জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়েও কথা হয়েছে। সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ইউরোপের দেশগুলোর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর