মানবজাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 'আমিন আমিন' ধ্বনি মুখরিত হলো টঙ্গীর তুরাগ তীর।
সূর্য উঠার আগেই তুরাগ তীরে মানুষের ঢল নামে। ফজরের আগে থেকেই মূল ময়দানে যাওয়ার তাড়া মুসল্লিদের। যেটি আরও স্পষ্ট হয় আলো ফোটার পর।
রোববার (০৪ ফেব্রুয়ারি) বাদ ফজর শুরু হয় হেদায়েতি বয়ান। পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তারপর নসিহতমূলক কথা শুরু করেন ভারত থেকে আসা মাওলানা ইব্রাহিম দেওলা।
সকাল ৯ টায় শুরু হয় আখেরি মোনাজাত। কয়েক মিনিটের মধ্যেই যেন তুরাগ পাড় থমকে যায়। যে যার জায়গা থেকে হাত তুলে দোআ'য় যুক্ত হন। আমিন আমিন ধ্বনিতে আবেগাপ্লুত হয় পড়েন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
২৩ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। অংশগ্রহণ করেন বাংলাদেশসহ ৭২টি দেশের মুসলমানরা। সকলের দোআ'য় ছিল মানবজাতির শান্তি কামনা।
প্রথম পর্বের ইজতেমায় মারা গেছেন ১৯ জন। ৪ দিন বিরতিতে ২য় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি।