ইসরাইলের আগ্রাসনে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭ হাজারেরও বেশি মরদেহ আর ৬৬ হাজারের বেশি ক্ষতবিক্ষত মানুষের পাশে দাঁড়ানোর যেন কেউ নেই।
তবে জন্মলগ্ন থেকেই এই উপত্যকায় ধ্বংসলীলার বিরোধিতা করে এসেছে বাংলাদেশ। তাই দেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এর সাথে মতবিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ন্যায়বিচার চায় বলেই, ফিলিস্তিনকে সমর্থন দেয় বাংলাদেশ।
৭৫ বছর ধরে চলা এই সহিংসতায় নিজেদের শেষ আশ্রয়টুকুও হারাতে বসেছে ফিলিস্তিন। নিজেদের স্বাধীন করতে আর কত রক্তের দাম দিতে হবে? এমন প্রশ্ন যেন আক্ষেপ হয়ে ঝড়েছে রামাদানের কন্ঠে।
এই সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন। বলেন, 'সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু গেল ৩ বছরে কিছুই হয়নি।'
সিএনএন, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও ইসরাইলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন ৯ বছর ধরে বাংলাদেশে থাকা এই কূটনৈতিক। এসময় গাজায় চলা সহিংসতায় জন্মলগ্ন থেকেই বাংলাদেশ পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।