দেশে এখন
0

ঝিনাইদহ- ১ আসনের আবদুল হাইয়ের এমপি পদ স্থগিত

ফল প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ঝিনাইদহ ১ আসনের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঝিনাইদহ ১ আসনে পরাজিত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম নির্বাচনী ফল ও ইসির গেজেট চ্যালেঞ্জ করে রিট করেন। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। এর ফল সংসদ সদস্য হিসাবে আগামী ২ মাস কোন কাজে অংশ নিতে পারবেন না আব্দুল হাই। আপিল আবেদনে বলা হয় কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়টি কেন হয়েছে সেটার বিচার করতেই হাইকোর্ট পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের আপিল গ্রহণ করে।

আগামী ২ মাসের মধ্যে আপিল নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আপিলকারীর আইনজীবী। তবে ওই আসনে সংসদ সদস্য হিসাবে পদে কেউ না থাকলে সাংবিধানিক কোন সমস্যা আছে কি না সে বিষয়ে কোন আদেশ কোর্ট দেন নি বলে জানিয়েছেন আপিল আবেদনকারীর আইনজীবী।

এসএসএস