অধিবেশন শুরুর ঘণ্টা দেড়েক আগে থেকেই জাতীয় সংসদ এলাকার টানেলে এক এক করে আসতে থাকেন নবগঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যদের চোখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ছাপ। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আসেন পতাকাবাহী গাড়িতে চড়ে।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতেই সবার আগমন। বিকেল ৩টায় সংসদ শুরুর সময় নির্ধারণ থাকলেও এদিন নবীন সংসদ সদস্যরা প্রবীণ সংসদ সদস্যদের তুলনায় কিছুটা আগেভাগেই সংসদ ভবনে আসেন।
সরকার দলের সংসদ সদস্যরা এসময় দ্বাদশ জাতীয় সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি দল হলেও বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে তারা অধিবেশনে সোচ্চার থাকবেন বলে জানান।
এবার কার্যকরভাবে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে বিরোধী দলের সংসদ সদস্যরা আর্থিক খাত ও বাজারদর নিয়ে অধিবেশনে জোর গলায় কথা বলার প্রতিশ্রুতি দেন।
এবারের সংসদে সরকারি দলের পরেই সর্বোচ্চ ৬২ আসন রয়েছে স্বতন্ত্র এমপিদের। সংসদে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ছিল তাদের কণ্ঠেও।
নবীন সংসদ সদস্যরাও দ্বাদশ জাতীয় সংসদে সুযোগ পেলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি তুলে ধরতে চান।
২৯৯ সংসদ সদস্য ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং দাতা সংস্থার প্রধানরা।