বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যোগ দেবেন খালেদা জিয়া

রাজনীতি
0

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়েছে এই আয়োজনের আনুষ্ঠানিকতা। দলটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে জানান, আজকের সভায় লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর সভায় সভাপতিত্ব করবেন তারেক রহমান।

জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, 'জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য হতাশার কারণ হয়ে উঠেছে। সরকার এখনও তাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে পারছে না।'

সভায় যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য। এছাড়া দলের অন্তত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও এসেছেন আজকের বর্ধিত সভায়।

বিএনপির বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মী। ছবি: বিএনপি'র ফেসবুক পেইজ

এর আগেই ঘোষণা দেয়া হয়, বিএনপির আজকের সভায় অংশগ্রহণ করবেন ৪ হাজার নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দলের কার্যক্রমকে গতিশীল করবে। ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সভায় আলোচনা হবে।

বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব আনা হয়েছে। শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এসএস