দেশে এখন
0

বাল্কহেডের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে : নৌ প্রতিমন্ত্রী

বাল্কহেডের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা নিয়ে এ কথা বলেন তিনি।

এসময় অল্প কিছুদিনের মধ্যে বাল্কহেডের চলাচল নিয়ম-নীতির আওতায় আনার কথাও জানান প্রতিমন্ত্রী।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, 'প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর আমরা পাইনি। বাল্কহেডগুলো অবশ্যই বিপদজনক, এগুলোকে আরও আধুনিকায়ন করতে নৌ-অধিদপ্তরকে বলা হয়েছে। তারা কাজ করছে।'


এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর