দেশে এখন
0

পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি ডুবি, তদন্ত কমিটি গঠন

ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি

ঘন কুয়াশায় আটকে থাকা রজনীগন্ধা ফেরি পাটুরিয়া নৌ ঘাটের কাছে ৯টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফেরিটি ডুবে যায়। বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে এখনও কাজ শুরু করা যায়নি। ফেরি উদ্ধারে ইতোমধ্যে দৌলতদিয়া থেকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এসে পৌঁছেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় নামে উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ জনকে জীবিত উদ্ধার করে। তবে ফেরির ইঞ্জিন মাস্টার হামায়ুন কবির এখনও নিখোঁজ রয়েছেন।

পণ্যবাহী ট্রাকের চালকরা বলেন, ভোররাত ৪টার দিকে ফেরিতে পানি ঢুকতে শুরু করে। পরে ফেরি একদিকে কাত হয়ে যায়। সকাল ৭টার ফেরি পুরোপুরি ডুবে যায়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান বলেন, ‘এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন মো. মোস্তফা কামাল বলেন, ‘শুধুমাত্র একজনকে পাওয়া যাচ্ছে না। ডুবুরিরা কাজ করছেন।’

ফেরিটি মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। ফেরিটি পুরনো নয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ২০১৪ সালে ফেরিটি তৈরি করা হয়, পরে ২০২০ সালে আবার সংস্কার করা হয়।