বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠান শুরু হয়। সেখানে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনা ভিভিআইপি গেট দিয়ে সংসদে ঢোকেন সকাল ১০টার দিকেই। এরপরই শপথকক্ষে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে সংসদ সদস্য হিসেবে শপথ পড়েন। পরে স্পিকার বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এদিন আলো ছড়িয়েছেন নায়ক, খেলোয়াড় কিংবা সাবেক আমলারা যারা নৌকা নিয়ে প্রথমবার সংসদে এসেছেন। শপথ নেবার আগমুহূর্তে বললেন, তারা দলীয় সভাপতির মান রাখবেন।
চেনা নেতারাও শপথ নিতে যান সকাল সকাল। উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথাই নতুন করে জানান গণমাধ্যমকে।
এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনে মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রোববার (৭ জানুয়ারি) সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। এতে ২২৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ। ৬১টি আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
এছাড়া একটি করে আসন পেয়েছে আওয়ামী লীগের শরীক দল ওয়ার্কাস পার্টি ও জাসদ। এবং কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। আর ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।
এদিকে, ঢাকা-৪ আসনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে এই আসনের জাতীয় সংসদ নির্বাচনের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। এই আদেশ বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিলেন আওলাদ হোসেন।