এনসিপির 'কেমন কুড়িগ্রাম দেখতে চাই' মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি
এখন জনপদে
0

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগতভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ড. আতিক মুজাহিদ। গণমাধ্যমকর্মীদের সাথে ২৪ পরবর্তী সময়ে কেমন কুড়িগ্রাম দেখতে চাই- শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এই কথাগুলো বলেন।

আজ (শুক্রবার, ৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া এলাকায় অবস্থিত ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, জেলায় ভয়াবহভাবে মাদক ছড়িয়ে পড়া, চিকিৎসক সংকট, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, নদী ভাঙ্গন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশে নামে বেনামে অনলাইন পত্রিকা, আইপি টিভি বন্ধ, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বন্ধ করা, গণমাধ্যমকর্মীদের ন্যায্য বেতন ভাতা প্রদান, স্থানীয় প্রশাসনের সাথে জেলার গণমাধ্যমকর্মীদের সম্পর্ক অবনমনসহ দুর্নীতি রোধ এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি ও আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এসএইচ