গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। শনিবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।
এ ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ভিডিও কনফারেন্স করে যুবদলের নেতারা ট্রেনে হামলার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে গতকাল গোপীবাগে ট্রেনে আগুন দেওয়া হয়।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে চারজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে ট্রেনটির পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে গেছে।
এ ঘটনার পর ৬ ও ৭ জানুয়ারি বন্ধ রাখা হয়েছে ১১ জোড়া ট্রেন।