দগ্ধরা হলেন কারখানার মালিক আইন উদ্দিন (৪৫), তার দুই ছেলে রুমান (১৬) ও রবিন (১৮) এবং আইন উদ্দিনের বড় ভাইয়ের ছেলে আমির উদ্দিন (৪০)।
আরও পড়ুন:
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, দগ্ধদের মধ্যে আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০ শতাংশ এবং রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
আহতদের ভাষ্যমতে, কারখানাটি আইন উদ্দিনের। তিনি তার দুই ছেলে ও কর্মচারী দিয়ে কাজ করান। কয়েক দিন আগে আমির উদ্দিন গ্রাম থেকে বড় ভাইয়ের কাছে বেড়াতে এসেছিলেন। রাতে কর্মচারীসহ তারা কারখানাটিতে ছিলেন। জুতার কাজ করার সময় কারখানার ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় তারা চারজন দগ্ধ হন। তখন তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তাদের ধারণা, জুতার আঠার গ্যাসের মাঝে, শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে।





