দেশে এখন
0

শীতে বাড়ে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যতা

ষড়ঋতুর এইদেশে ঋতু পরিবর্তনের সাথে ঘটে অর্থনীতির পালাবদল। বিশেষ করে শীতঋতুতে অর্থনীতির পালে লাগে উষ্ণতার হাওয়া। তবে এবারের শীতের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে নির্বাচন।

ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তদানার মতো ঝলমল করছে। শিশির ঝরার টুপটাপ শব্দ আর পাখিদের খুনসুটি। চারপাশ কুয়াশায় মুড়ানো, তবুও থেমে নেই জীবনের চাকা। কুয়াশা ভেদ করে কৃষকের এই পথচলা, শুরু হয় কর্মব্যস্ততা।

শীতে গ্রাম থেকে শহর, সবখানেই বাড়ে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য। কৃষি উৎপাদন-বিপণন আর পোশাককে ঘিরে বাড়ে লেনদেন।

ঋতুবৈচিত্রের এই দেশে কৃষকরা ভিন্ন ভিন্ন সময় নানা ধরণের ফসল উৎপাদন করলেও সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় শীত মৌসুমে। এই সময়টাতে ঘরে ঘরে ওঠে আমন ধান। রবিশস্য আর জেলার প্রধান অর্থকড়ি ফসল বোরো চাষাবাদ শুরু করেন কৃষক।

সারাদেশের মতো হবিগঞ্জেও বেচা-বিক্রি বাড়ে চাষের প্রধান উপাদান বীজ, সার, কীটনাশকের। কৃষি উৎপাদন-বিপণনের এই ব্যবস্থা প্রভাব ফেলে শ্রমিক, জ্বালানি, কৃষি যন্ত্রাংশের বাজারসহ নানা সেক্টরে।

শীতে বেড়েছে গরম কাপড়ের চাহিদা

হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, 'ব্যবসা-বাণিজ্যের সবকিছুতেই একটা প্রাণচাঞ্চল্যতা কাজ করছে। এরফলে ব্যাংকগুলোও ঋণ দিতে উৎসাহবোধ করে।'

শীত ঋতুতে উষ্ণতা বাড়াতে গতি পায় শহরের ব্যবসা-বাণিজ্যে। বেচা-বিক্রি বাড়ে শীতের পোষাকের। সেই সাথে বিক্রি বাড়ে জুতা ও প্রসাধনীর দোকানে।

ব্যবসায়ীরা বলেন, 'শীতকাল আমাদের কাপড়ের ব্যবসার সিজন। তখন বেচাকেনা অনেক ভালো হয়। কসমেটিকসের ব্যবসাও শীতে বেশি হয়।'

শীত মৌসুমে বিভিন্ন উৎসবের আয়োজন হয় গ্রামে গ্রামে। সেই সাথে নতুন বছরের ক্যালেন্ডার, শুভেচ্ছা পোস্টার, হালখাতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস তৈরি হয়। তাই এই সময়টাতে চাঙ্গা হয়ে উঠে প্রিন্টিং ব্যবসা। সেখানে এবছর যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তাই প্রেসের দোকানে এখন ব্যস্ততা। ডিজাইন, প্রিন্টিং, প্যাকেজিং নিয়ে ব্যস্ত শ্রমিকরা।

প্রিন্টিং ব্যবসায়ীরা জানান, ওয়াজ মাহফিল, কীর্তন, সম্মেলনের পোস্টারের কাজ প্রতি শীতেই থাকে। আবার স্কুল-কলেজের ডায়েরি ও সিলেবাসের কাজও ভালো হয়।

নির্বাচন আসায় দম ফেলানোর সময় নেই প্রিন্টিং ব্যবসায়ীদের

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় চাঙা হয় পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ বিক্রি। নতুন ক্লাসে ভর্তিকে ঘিরে শিক্ষা খাতে লেনদেন বাড়ে বছরের অন্য সময়ের তুলনায়। গ্রামে গ্রামে বসে মেলা-বান্নি। ফলে বিক্রি বাড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের। এসবকে ঘিরে ভ্রাম্যমাণ ব্যবসায় লেনদেন হয় কয়েকশ' কোটি টাকা।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা বলেন, 'শীত মৌসুমে পোশাক খাতের ব্যবসা অধিক পরিমাণে হয়। বিদেশে পোশাকের রপ্তানিও বেড়ে যায় শীতে।'

শীতে যেসব খাতে যৌবনের স্রোত বয়, তার মধ্যে অন্যতম পর্যটন শিল্প। এই সময়টাতে পর্যটকে মুখরিত হয়ে উঠে দর্শনীয় স্থানগুলো। তবে সেক্ষেত্রে পুরোপুরি ভিন্ন হবিগঞ্জের চিত্র। এই খাতে সম্ভাবনা থাকলেও শুধুমাত্র উদ্যোগের অভাবে পর্যটন শিল্পে অবদান রাখতে পারছে না জেলাটি।