বাংলাদেশ চীনের কাছে তিস্তা নদীর উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রস্তাব করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইআরডি বিবেচনা করে দেখবে।
তিস্তায় চীনের কাজ নিয়ে ভারতের আপত্তি কতটুকু আমলে নেয়া হবে জানতে চাইলে সেহলেী সাবরীন বলেন, এ রকম অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দেয়া সহজ নয়। এ রকম কোন প্রস্তাব যদি থাকে তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।
সম্প্রতি সৌদি আরবে ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই জন বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জন বাংলাদেশি কর্মীর দণ্ড কার্যকর হয়েছে। উক্ত দুই জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে তিনি জানান, একজন যশোরের কোতয়ালী উপজেলার জনাব মোফাজ্জল এবং দ্বিতীয়জন ফরিদপুর সদর উপজেলার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম।’
মুখপাত্র আরও জানান, টাকা নিয়ে বিরোধের জেরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে লাশ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তির শাস্তি নিশ্চিত করে জেদ্দা। দেশটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।