বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

জাতির সূর্য সন্তানদের স্মরণে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনের শুরুতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, এরপরই প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দুই জনই কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি-৩২ এ যান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

একাত্তরে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনও ষড়যন্ত্রে লিপ্ত ছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ যেন কখনও মাথা উঁচু করে দাঁড়াতে না পেরে, সেজন্যই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।