দেশে এখন
0

রঙতুলিতে সেজেছে ফ্লাইওভারের পিলার-দেওয়াল

ঢাকাকে পোস্টারমুক্ত রাখার উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের।

ইটপাথর আর যানজটের এই নগরীর প্রকৃতিতে সবুজের দেখা মেলা ভার। যার প্রভাব এই তিলোত্তমা নগরীর ক্রমবর্ধমান উষ্ণতা। তবুও কিছুটা চোখের আরামের জন্য রাজধানীর উত্তর সিটি করপোরেশন ভিন্নধর্মী এক উদ্যোগ।

মহাখালী ফ্লাইওভারের দেওয়াল ও পিলারে চোখে পড়ছে রঙবেরঙের পাখি, গাছ, ফুলের চিত্র। আবার কোথাওবা তুলে ধরা হয়েছে গ্রাম-বাংলার চিরাচরিত রূপ।

নীল, কমলা, সবুজ সব ধরনের রঙেই যেন শিল্পীর আঁচড়ে রঙিন হয়ে উঠেছে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা ফ্লাইওভারের দেওয়াল এবং পিলার।

রঙতুলিতে লোক ঐতিহ্যের পাশাপাশি পিলারে আঁকা হয়েছে সচেতনতামূলক স্লোগান। আবহমান বাংলার এমন সুন্দর চিত্রকর্ম নজর কাড়ছে পথচারীদের।

পথচারীরা বলেন, ‘ফ্লাইওভারে দৃষ্টিনন্দন এই আল্পনাগুলো সত্যিই প্রশংসনীয়। চলাচলের সময় দেখে ভালোই লাগে। ঢাকার প্রতিটা ফ্লাইওভারে করলে পরিবেশ অনেক সুন্দর হবে। পোস্টারের জায়গায় এই নকশাগুলো আমাদের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাবে।'

সোমবার (১১ ডিসেম্বর) সকালে মহাখালী ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি নিজেই চিত্রশিল্পীদের সাথে রঙতুলি হাতে নিয়ে গ্রাফিতি কার্যক্রমে অংশ নেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকার নান্দনিকতা বজায় রাখতে পোস্টারবিহীন ডিজিটাল প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার আহবান জানান মেয়র। বলেন, ‘অন্তত ঢাকা শহরে যদি আমরা ডিজিটাল স্ক্যাম্পিং করতে পারি তাহলে কিন্তু আর পোস্টার লাগানোর দরকার নেই।’

এসময় পিলারের যত্রতত্র পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মেয়র।