রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার- এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও জাতীয় মানবাধিকার কমিশন দিবসটি পালন করছে। সেই ধারাবাহিকতায় সংস্থাটির আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের মানবাধিকার রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবাধিকার লঙ্ঘন হয়েছিলো। সেদিনের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল।
ফিলিস্তিনে ইসরাইলের হামলার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিরুদ্ধে বিশ্বকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, অনেক দেশ মানবাধিকারকে আন্তর্জাতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর বাংলাদেশের কাছ থেকে মার্কিনীদের মানবাধিকার শেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদের বাহিনীর করা গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।