ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির গন্তব্য নড়াইলের কালিয়া উপজেলার পানি পাড়া গ্রামের "অরুনিমা ইকো পার্ক"। ৫২ একর এলাকায় গড়ে ওঠা এই পার্কটি এখন পাখির কলতানে মুখর। প্রতি বছরের মতো এই বছরেও শীতের শুরুতে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসছে অতিথি পাখিরা।
পাখিদের ছুটে চলার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে ইকোপার্কে ভিড় করছেন পর্যটকরা। পাখি শিকার পুরোপুরি বন্ধ করতে সফল হওয়ায় ইকোপার্কটি পরিণত হয়েছে পাখিদের স্বর্গরাজ্যে।
দর্শনার্থীরা জানান, অনেক জায়গায় গেলেও পাখির এমন অভয়ারণ্য কোথায় দেখা হয়নি। পাখিগুলো যেন নির্বিঘ্নে থাকতে পারে সেদিকে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো উচিত।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই পর্যটকরা আসেন নড়াইলের এই ইকোপার্কে। তবে শীত মৌসুমে অতিথি পাখির সমাগমে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পায়।
অরুনিমা ইকোপার্কের ব্যবস্থাপক মুনিব খন্দকার এখন টিভিকে বলেন, বছরের এই সময়টাতে এখানে লক্ষ লক্ষ পাখির সমন্বয় ঘটে। এই পাখি দেখতে অনেক দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন।
এই এলাকায় পাখি শিকার পুরোপুরি নিষিদ্ধ হওয়ায় পর্যটন কেন্দ্র এখন পরিণত হয়েছে পাখিদের অভয়ারণ্যে। পাখিদের অবাদ বিচরন ও প্রজননের পরিবেশও রয়েছে এখানে।
অরুনিমা ইকো পার্কের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ বলেন, এখানের মত বৈচিত্র বিশ্বের কোন রিসোর্টে একসাথে পাওয়া যাবে না।
নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক কেয়া রেনু রায় বলেন, পাখিদের এই আগমন আমাদের মনকে প্রফুল্ল করে। খাল-বিল, হাওর-বাওর পাখি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়।
দেশের বিভিন্ন অঞ্চলে অতিথি পাখির আগমন কমলেও নড়াইলের এই ইকোপর্কে প্রতিবছর পাখিদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।