দেশে এখন
0

৭৮০ সিটের জন্য লাখের কাছাকাছি হিট

Shahinur Sarkar
ঢাকা

ঢাকা-কক্সবাজার রুটে এমন বিপুল চাহিদার কারণে নতুন বছরের প্রথম দিন থেকে এই রুটে চালু হচ্ছে নতুন আরেকটি ট্রেন।

বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ট্রেনটির নাম এখনও ঠিক হয়নি, তবে নতুন ট্রেনে এসি বার্থযুক্ত কোচ থাকছে। এর আগে এই রুটে চালু হওয়া প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে এসি বার্থের সুবিধা ছিল না।

ট্রেনটি ভোর সোয়া ছয়টায় ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়। আর কক্সবাজার থেকে ফিরতি যাত্রা করবে রাত ৮টায়। যেখানে এসি সিটের ভাড়া হবে ১ হাজার ৫শ' ৯০ এবং এসি বার্থের ভাড়া হবে ২ হাজার ৩শ' ৮০ টাকা।

সংবাদ সম্মেলনে মন্ত্রী খুলনা-যশোর-মোংলা রুটে ১ জানুয়ারি থেকে আরেকটি ট্রেন চলবে বলেও জানান। দিনে ট্রেনটি যাতায়াত করবে ৪ বার।

এছাড়া ঢাকা-পঞ্চগড়সহ দেশব্যাপী আরও নতুন নতুন ট্রেন চালুর জন্য কাজ চলছে বলেও জানান রেলমন্ত্রী। এরমধ্যে ২০ ডিসেম্বরের মধ্যে ২৫টি আধুনিক কোচ যুক্ত করা হবে রেলে। আরও ২৫টি কোচ জানুয়ারিতে যুক্ত হবে বলে জানান তিনি।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর