দেশে এখন
0

গৌরবময় বিজয়ের মাস শুরু

দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। আর ১ ডিসেম্বর থেকেই বাংলাদেশের অনেক অঞ্চল শত্রুমুক্ত হতে থাকে।

এ মাসেই বাঙালি অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর নিজস্ব জাতীয় পতাকা। স্বাধীন জাতি হিসেবে বাঙালিরা বিশ্বে আত্মপরিচয় লাভ করে।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এ জাতি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরাধীনতার শৃঙ্খল থেকে এ মাসে মুক্তি পায়।

ডিসেম্বর মাসেই স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগিতায় পাকিস্তানের হানাদার বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তান ও বুদ্ধিজীবীদের হত্যা করে। সমগ্র জাতিকে মেধাহীন করার চক্রান্ত থেকে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: