রাজধানীর মহাখালীতে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায় নিয়ে সেমিনারে এসব কথা উঠে আসে। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের এই সেমিনারে, এখনও ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসায় সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা।
সমন্বিতভাবে কাজ না করলে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হওয়ায় দ্রুত টিকা আবিষ্কারের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে আরও সচেতন হতে হবে।
এ বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫শ' ৭৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে ৩শ' ৯৬ জন। আর গত মাসে মারা গেছেন ৩শ' ৫৯ জন।




