দেশে এখন
৫০ মিনিটেই শেষ কক্সবাজার এক্সপ্রেসের ১ ডিসেম্বরের সব টিকিট !
ঢাকা থেকে কক্সবাজার রুটের আগামী ১ ডিসেম্বরের অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইন-অফলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হয়। এদিন আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে যাত্রীদের টিকিট সংগ্রহ করতে দেখা যায়। কেউ নিয়েছেন একা ভ্রমণের জন্য, কেউবা পরিবারের সঙ্গে ঘুরতে যাবার জন্য , কেউ বন্ধুদের সঙ্গে যাবার জন্য টিকিট কিনেছেন। তাদের সবার আগ্রহ প্রথমদিনের প্রথম ট্রেনে করে যাবেন সমুদ্র শহর কক্সবাজারে। হবেন ইতিহাসের অংশ। প্রথম ৫০ মিনিটেই শেষ হয়ে যায় কক্সবাজার এক্সপ্রেসের নির্ধারিত ৭৮০টি টিকিট।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে ১০ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেন পর্যটন নগরী কক্সবাজারে ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে। এছাড়া কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশন ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে রাত ৯টা ১০ মিনিটে পৌঁছাবে।

ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি ) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৬৯৫ টাকা ও এবং স্নিগ্ধা (এসি ) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ১৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১১ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এওয়াইএইচ