দেশে এখন
0

এই শীতে কেমন পোশাক কিনছেন ছেলেরা?

শাহনুর শাকিব
ঢাকা

শীতের শুরুতেই বেড়েছে শীতকালীন পোশাকের চাহিদা। এবার ছেলেদের পোশাকে এসেছে ডেনিমের নানা ধরণের ডিজাইন, পাওয়া যাচ্ছে ডেনিমের চাদরও।

মানানসই পোশাক শুধু শীত নিবারণই করে না, ফ্যাশনেও আনে নতুনত্ব। পোশাক নিয়ে যাদের আগ্রহ আছে শীত তাদের জন্য বিশেষ ঋতু।

এবার ফ্যাশন হাউজগুলোতে ছেলেদের শীতের পোশাকে এসেছে বৈচিত্র্য। ডেনিমের জ্যাকেটের পাশাপাশি মিলছে ডেনিমের চাদর। এছাড়াও হাফ হাতা জ্যাকেট, হুডি, সিনথেটিক কাপড়ের জ্যাকেট, সোয়েটারের বেশ চাহিদা আছে এবার।

ঢাকায় যেহেতু ঠাণ্ডার অনুভবটা কম, তাই বেশিরভাগেরই ঝোঁক হালকা গরম কাপড়ের দিকে। তাই ফুলস্লিভ টি-শার্ট, ডেনিম শার্টের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া প্যান্টের ক্ষেত্রে তরুণদের বরাবরই পছন্দ জিন্স।

এ বছর ব্র্যান্ডের দোকানগুলোতে বিভিন্ন ধরণের ছাড় চলছে শীত মৌসুম ঘিরে। কিছুটা সাশ্রয়ে পোশাক কিনতে পেরে তাই খুশি ক্রেতারা।

ক্রেতারা বলছে, 'ছাড়ের অফার থাকায় কেনাকাটা করতে এসেছি। দাম যা আছে তা ঠিক আছে, সাথে ১০ শতাংশ ছাড় আমাদের অতিরিক্ত পাওয়া।'

তবে সবচেয়ে বেশি জমজমাট ফুটপাতের দোকানগুলো। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় সবধরণের ক্রেতাই ভিড় করেন ফুটপাতে। শীত জেঁকে বসলে দাম বেড়ে যেতে পারে এই শঙ্কায় অনেকেই আগেভাগেই শেষ করছেন কেনাকাটা।

ঠান্ডা বাড়ার সাথে সাথে শীতের পোশাকের বিক্রি আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর