ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস
সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস | ছবি: এখন টিভি
0

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে রাজধানীতে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র‍্যালি)।

আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকালে আনন্দ র‍্যালিটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট দিয়ে বের হওয়ার পর দোয়েল চত্ত্বর, শিক্ষা ভবন হয়ে কদমফোয়ারা ঘুরে আবার কালী মন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শান্তি সমাবেশে মিলিত হয়।

পরে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ভক্তরা জানান হযরত মুহাম্মদ (সা.) ছিলেন, ইসলামের দিশারি, একাধারে শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ৷ কুরানের ভাষায় যাকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়।

আরও পড়ুন:

উল্লেখ্য, হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে সৌদি আরবের মক্কা শহরে এই দিন জন্মগ্রহণ করেন। বিশ্বব্যাপী মুসলমানরা এ পবিত্র দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকেন। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের রবিউল আউয়ালের ১২ তারিখে এ দিবসটি পালন করা হয়। 

প্রসঙ্গত, আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে।

দিনটি উপলক্ষে মুসলিম উম্মাহ দোয়া, মিলাদ মাহফিল ও বিভিন্ন ইবাদতে মশগুল ছিলেন। এবার নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এসএইচ