আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনপিআইইউবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উচিত গ্রামীণ ছেলে-মেয়েদের স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।’ সমাবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এনপিআই ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়টির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনেয়ার হোসেন এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি–এর সভাপতি ড. মো. সবুর খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জি. মো. শামসুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মীর মাহফুজুল হক।
সমাবর্তনে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া চারজনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, একজনকে বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল, সাতজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ছয়জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং দুইজনকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।




