ইতিবাচক সাড়া না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের

দাবি আদায়ে জবি শিক্ষার্থীদের অবস্থান
দাবি আদায়ে জবি শিক্ষার্থীদের অবস্থান | ছবি: এখন টিভি
0

সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বিকেলে আন্দোলনস্থলে এসে একাত্মতা প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

গতকাল (বুধবার, ১৪ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্ট টু যমুনায় পুলিশি বাধার পর কাকরাইলে তাদের অবস্থান কর্মসূচি এখনও চলছে।

আগের তিন দাবির সাথে এখন আরও এক দাবি যোগ করেছেন আন্দোলনকারীরা। গতকাল পুলিশি হামলার পেছনে যারা জড়িত তাদের বিচার দাবি করেন জবি শিক্ষার্থীরা।

আবাসন বৃত্তি, বাজেট কাটছাঁট না করাসহ চার দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। একইসঙ্গে জগন্নাথের ক্যাম্পাস শাটডাউন থাকবে বলেও জানান তিনি।

আর একাত্মতা প্রকাশ করতে এসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, ‘সরকার দাবি না মানা পর্যন্ত এই আন্দোলনের সাথে আছে ইনকিলাব মঞ্চ।’

আন্দোলনের কারণে আজও কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকায়, যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এসএস