‘যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে’

সুস্পষ্ট ঘোষণা ছাড়া কাকরাইল না ছাড়ার হুঁশিয়ারি

উপদেষ্টা মাহফুজ আলম
উপদেষ্টা মাহফুজ আলম | ছবি: সংগৃহীত
0

যেকোনো যৌক্তিক দাবির বিষয় সরকার কথা বলতে প্রস্তুত। তবে আন্দোলনের নামে কথায় কথায় যমুনায় যাই এ ধরনের আন্দোলন আর করতে দেয়া হবে না। এ বিষয়ে কঠোর হবে সরকার- এমনই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের এসব বলেন তিনি। তবে সুস্পষ্ট ঘোষণা ব্যতিত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা।

এর আগে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে হামলার শিকার হোন তথ্য উপদেষ্টা। তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয়। এরপর সেখান থেকে কথা না বলে তিনি চলে আসেন।

উপদেষ্টা মাহফুজ জানান, একটি গোষ্ঠী আক্রমণাত্বক মনোভাব পোষণ করছে। আক্রমণকারীদের বাদ দিয়েই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলার আহ্বান করেন তিনি।

তিন দফা দাবি নিয়ে উপদেষ্টা বলেন, 'তাদের দাবিগুলো অযৌক্তিক না, তবে সময় লাগবে। এগুলো দীর্ঘ প্রসেসিং এর একটা বিষয়। যারা হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় মন্তব্য করে মাহফুজ আলম বলেন, আন্দোনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।'

এদিকে তথ্য উপদেষ্টার চলে আসার পরও দাবি আদায়ে আনড় জবির আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, সুস্পষ্ট ঘোষণা ব্যতিত কাকরাইল মোড় তারা ছাড়বে না।

তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুঃখপ্রকাশ করেছেন। ভিডিও ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির পক্ষে থাকবেন শিক্ষকরা।

আর শিক্ষার্থীরা বলছেন, উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনার দায় নিবে না জবি শিক্ষার্থীরা। কোনোভাবে এই জায়গা ছেড়ে যাবে না আন্দোলনকারীরা। এমনকি অবস্থান করার ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় সরকারের বলেও হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

আসু