বিএনপি ও জামায়াতসহ রাজধানীতে আজকের কর্মসূচি

কর্মসূচি আজ
কর্মসূচি আজ | ছবি : সংগৃহীত
0

রাজধানী ঢাকায় আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্রচারণা এবং সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের একাধিক কর্মসূচি রয়েছে। যাতায়াতের বিড়ম্বনা এড়াতে ঘর থেকে বের হওয়ার আগেই আজকের রাজনৈতিক কর্মসূচি (Political Programs) ও সভা-সমাবেশের স্থানগুলো জেনে নেওয়া জরুরি।

একনজরে আজকের কর্মসূচি (৩১ জানুয়ারি ২০২৬)
সংগঠন/ব্যক্তি স্থান (Location) সময় (Time)
বিএনপি (নির্বাচনি প্রচারণা)গেন্ডারিয়া (৪০ নং ওয়ার্ড)সকাল ১১:০০ টা থেকে
জামায়াতে ইসলামী (জনসভা)গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠবিকেল ৪:০০ টা
ধর্ম উপদেষ্টাঅফিসার্স ক্লাব, বেইলি রোডসকাল ১০:০০ টা
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাজাতীয় প্রেসক্লাববিকেল ৩:৩০ মিনিট
বিএনপি (উঠান বৈঠক)মিরপুর-১৪ (ভাষানটেক)বিকেল ৩:০০ টা

বিএনপির কর্মসূচি (BNP Programs)

আজ বিকেল ৩টায় মিরপুর-১৪ এলাকায় একটি উঠান বৈঠকের আয়োজন করেছে বিএনপি। যেখানে ভাষানটেকের নারী প্রতিনিধি ও স্থানীয় নেতারা অংশ নেবেন। এছাড়া, ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন (Ishraq Hossain) সকাল ১১টা থেকে গেন্ডারিয়া থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা (Election Campaign) চালাবেন।

জামায়াতের কর্মসূচি (Jamaat-e-Islami Programs)

বিকেল ৪টায় গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)।

উপদেষ্টাদের কর্মসূচি (Advisors' Schedule)

ধর্ম উপদেষ্টা (Religious Advisor): সকাল ১০টায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে ‘জাকাত ফেয়ার ২০২৬’ (Zakat Fair 2026)-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আ ফ ম খালিদ হোসেন।

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা (Women & Children Affairs Advisor): বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘নারীর ভোট ও কর্মজীবী নারীর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন শারমীন এস মুরশিদ।



এসআর