গতকাল (শুক্রবার , ৩০ জানুয়ারি) রাতে বুয়েট শহিদ মিনার থেকে এ মিছিল বের হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গত বছরের ২৭ আগস্ট সরকারের গঠিত সুপারিশ কমিটির এক মাস পার হলেও এখনো চূড়ান্ত সুপারিশ দিতে পারেনি।
আরও পড়ুন:
তাদের অভিযোগ, ডিপ্লোমা গ্রাজুয়েটদের একটা পক্ষ প্রভাব বিস্তারের মাধ্যমে সুপারিশ প্রদানে বাধা দিচ্ছে।
সুপারিশ কমিটি একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা করে শিক্ষার্থীরা বলেন, অন্যায় চাপ সৃষ্টি করে রিপোর্ট প্রকাশে বাঁধা দেয়া হলে আবারও আন্দোলনে নামবেন তারা।





