কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন | ছবি: আইএসপিআর
0

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের ৬২ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য আজ (রোববার, ২৫ জানুয়ারি) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

নতুন কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) একই এয়ারলাইন্সের বিমানে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন।

এ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি। কঙ্গোতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন:

কন্টিনজেন্টের বিদায় উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসিসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা শান্তিরক্ষীদের বিদায় জানান এবং মিশনের সাফল্য কামনা করেন।

এর আগে, ২০ জানুয়ারি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কঙ্গোগামী এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট–১৫ কন্টিনজেন্ট সদস্যদের বিমান বাহিনী সদর দপ্তরে ব্রিফিং দেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

এএইচ