৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
3

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার (48th BCS Special Examination) চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

একনজরে: ৪৮তম বিসিএস নিয়োগ ও যোগদানের তথ্য

বিষয়বিস্তারিত তথ্য
মোট নিয়োগপ্রাপ্ত৩,২৬৩ জন (বিভিন্ন ক্যাডার)
যোগদানের তারিখ১ ফেব্রুয়ারি ২০২৬
যোগদানের স্থানস্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়
বেতন স্কেল২২,০০০-৫৩,০৬০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫)
শিক্ষানবিশকাল০২ বছর (প্রয়োজনে আরও ২ বছর বর্ধিত হতে পারে)

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন (Recruitment Notification) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেতন স্কেল ও পদমর্যাদা (Salary Scale & Designation)

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে নির্বাচিত ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বিসিএস ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ (National Pay Scale 2015) অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

যোগদানের তারিখ ও সময় (Joining Date & Time)

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকালে স্বাস্থ্য সেবা বিভাগ (Health Services Division), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

সতর্কবার্তা: নির্ধারিত তারিখে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল (Cancellation of appointment) বলে গণ্য হবে। তবে মন্ত্রণালয় থেকে কোনো বিকল্প নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

নিয়োগের গুরুত্বপূর্ণ শর্তাবলী (Key Terms and Conditions)

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে:

বুনিয়াদি প্রশিক্ষণ (Foundation Training): বিসিএস কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (BPATC) বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।

পেশাগত প্রশিক্ষণ (Professional Training): বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট পেশাগত বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

শিক্ষানবিশকাল (Probation Period): প্রত্যেক কর্মকর্তাকে ২ (দুই) বছর শিক্ষানবিশ (Probationer) হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এই সময় আরও দুই বছর বাড়াতে পারবে।

চাকরি স্থায়ীকরণ (Job Confirmation): প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল পার করার পর ক্যাডার পদে চাকরি স্থায়ী করা হবে।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর প্রজ্ঞাপন

আরও পড়ুন:

যোগদানের দিন প্রয়োজনীয় কাগজপত্রের চেকিলিস্ট

যোগদানের সময় নিচের নথিপত্রগুলো সাথে রাখা বাধ্যতামূলক। আপনার সুবিধার্থে এটি একটি HTML Table কোড আকারে দেওয়া হলো:

ক্রমিক প্রয়োজনীয় কাগজপত্রের নাম কপি সংখ্যা
০১ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত মূল প্রজ্ঞাপন (কপি) ৩ সেট
০২ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সত্যায়িত কপি ২ সেট
০৩ জাতীয় পরিচয়পত্র (NID) ও নাগরিকত্ব সনদ ২ সেট
০৪ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট (সিভিল সার্জন কর্তৃক) ১ সেট (মূল)
০৫ সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত) ৪-৬ কপি
০৬ অব্যাহতি পত্র (যদি আগে অন্য কোথাও কর্মরত থাকেন) ১ সেট (মূল)

এসআর