২৯৮ আসনে ১৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

গণভোটের প্রশ্ন, সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটদানের প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র
গণভোটের প্রশ্ন, সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটদানের প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র | ছবি : সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ১ হাজার ৯৬৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে মতবিনিময় সভা চলছে। সভায় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হচ্ছে।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার ২০টি আসনের প্রতিদ্বন্দ্বী ১৮৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের করণীয় নিয়ে সচেতন করছেন।

আরও পড়ুন:

তফসিল অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ চলছে ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে মতবিনিময় সভা চলছে।

দলীয় প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার।ইতোমধ্যে প্রতীক বরাদ্দ সংক্রান্ত আইনবিধি জারি করেছে ইসি।

তাতে নিবন্ধিত ৫৯টি দলের প্রতীকসহ তালিকা তুলে ধরা হয়েছে। দলের সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে ৫৬টি প্রতীক।

এএইচ