বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

এয়ার অফিসার্স সম্মেলন
এয়ার অফিসার্স সম্মেলন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ঢাকাস্থ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।

আরও পড়ুন:

এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

বিমান বাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে বাহিনীর প্রতিটি সদস্য দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এনএইচ