পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি: ২০২৬ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৭ দেশে!

পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের বড় উন্নতি | ছবি: এখন টিভি
1

বিশ্বভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য দারুণ খবর! শক্তিশালী পাসপোর্ট সূচকে (Global Passport Ranking) ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের (Henley & Partners) সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

ভিসামুক্ত দেশের তুলনামূলক চিত্র

বিষয়২০২৫ সাল (অক্টোবর)২০২৬ সাল (জানুয়ারি)
বিশ্ব র‍্যাঙ্কিং (Global Rank)১০০তম৯৫তম
ভিসামুক্ত গন্তব্য (Access)৩৫টি দেশ৩৭টি দেশ
শীর্ষ দেশ (Top Country)সিঙ্গাপুরসিঙ্গাপুর (১৯২টি দেশ)

আরও পড়ুন:

ভিসামুক্ত ভ্রমণের তালিকা (Visa-Free Countries for Bangladesh)

বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই (No Prior Visa) বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ (Visa-Free), অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA)।

একনজরে ৩৭টি দেশের তালিকা-নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এশিয়া (Asia): ভুটান (Bhutan), মালদ্বীপ (Maldives), নেপাল (Nepal), শ্রীলঙ্কা (Sri Lanka - eTA), তিমুর-লেস্তে (Timor-Leste)।

আফ্রিকা (Africa): বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো।

ক্যারিবীয় অঞ্চল (Caribbean): বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

ওশেনিয়া (Oceania): কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু।

আরও পড়ুন:

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট (World's Most Powerful Passports)

সূচক অনুযায়ী, টানা কয়েক বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর (Singapore)। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার আরও দুই দেশ— জাপান (Japan) ও দক্ষিণ কোরিয়া (South Korea)। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ (৫২তম) এবং ভারত (৮০তম) অবস্থানে রয়েছে।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত দেশ ও অঞ্চলের তালিকা (২০২৬)

মহাদেশদেশের নামপ্রবেশের ধরন
এশিয়া (Asia)ভুটান, নেপাল, শ্রীলঙ্কা (eTA), মালদ্বীপ, তিমুর-লেস্তেভিসা ফ্রি / অন-অ্যারাইভাল
আফ্রিকা (Africa)বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া (eTA), মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগোভিসা ফ্রি / অন-অ্যারাইভাল / ই-ভিসা
ওশেনিয়া (Oceania)কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতুভিসা ফ্রি / অন-অ্যারাইভাল
ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকাবাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোভিসা ফ্রি

আরও পড়ুন:

এসআর